¡Sorpréndeme!

বাচ্চাদের নিয়ে আনন্দে মেতেছেন কলোম্বিয়ান ফুটবলাররা || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের প্রচার-প্রচারণার অংশ হিসেবে টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টস উড়িয়ে এনেছে কলোম্বিয়ার দুই নারী ফুটবলার ক্যাথেরিন ফ্যাবিওলা ক্যাস্ট্রো এবং জেসিকা হুরতাদোকে।

অলিম্পিকে খেলা ক্যাথেরিন ফ্যাবিওলা ক্যাস্ট্রো এবং ২০১১ সালের জার্মানি বিশ্বকাপে খেলা জেসিকা হুরতাদো তিনদিনের জন্য এসেছেন বাংলাদেশে। তাদের ব্যস্ত কর্মসূচিতে আজকের দিনটি বরাদ্দ রাজধানীর বাড্ডার বেড়াইদে ফর্টিস গ্রুপের মাঠে নবনির্মিত বাফুফে ফুটবল একাডেমি মাঠের জন্য।

যেখানে সারাদিনব্যাপী উদযাপিত হচ্ছে ‘উইমেন্স ফুটবল ডে’। প্রথমবারের মতো শুরু হতে যাওয়া বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের প্রচার-প্রচারণার অংশ হিসেবে এ দিনটির আয়োজন করেছে বাফুফে।

এ আয়োজনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং বিকেএসপি বাদেও সারাদেশের প্রায় ১৫০ জন নারী ফুটবলারের উপস্থিতি দেখা গিয়েছে। যারা হাসি-আনন্দে মাতিয়ে রেখেছে পুরো মাঠ। দুই কলম্বিয়ান ফুটবলারকে কাছে পেয়ে মজা করার পাশাপাশি নানান কিছু শেখারও চেষ্টা করছেন তারা।

এরই মাঝে একপর্যায়ে দেখা যায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সি পরা এক বাচ্চাকে ঘাড়ে ফুটবল নিয়ন্ত্রণে রাখার কৌশল শেখাচ্ছেন তারা। বাচ্চাটি প্রথমে পারছিল না, তবু তারা দমে যাননি। কীভাবে ঘাড় নুইয়ে রাখলে ফুটবল ঠিকভাবে থাকবে তা দেখিয়ে পুনরায় বলটি রাখার চেষ্টা করেন।

সে দফায় সফল হন এবং বাচ্চাটিও ঘাড়ে ফুটবল রেখে পুলকিত অনুভব করে। তবে ঘাড় থেকে ফুটবলটি নামানোর সময় কলোম্বিয়ান ফুটবলার সেটি ঘাড় থেকে সরাসরি পায়ে নিলেও, ছোট বাচ্চার পক্ষে তা করা সম্ভব হয়নি। এ নিয়ে খানিক হাসির বিনিময় হয় সে জায়গায়।

এদিকে কলম্বিয়ান দুই ফুটবলার কী পরামর্শ দেয়া হলো তা জানতে চাওয়া হলে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘উনারা আমাদের বলেছেন ভালো খেলোয়াড় হতে চাইলে পরিশ্রম করতে হবে। ঠিকঠাক ঘুমাতে হবে, খাওয়া-দাওয়া ঠিক রাখতে হবে। অনুশীলন করতে হবে নিয়মিত, সবকিছু ভালোভাবে মেইনটেন করতে হবে। এগুলো করতে পারলে ভালো খেলোয়াড় হতে পারবো।’

এসময় প্রথমবারের মতো হতে যাওয়া বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ড?